***Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare*** <br /> ***Hare Ram Hare Ram Ram Ram Hare Hare***<br /><br />আপনাদের কাছে আমার বিণীত নিবেদন রইল আমার চ্যালেনটি || ফোলো || সাবসক্রাই || লাইক || শ্যায়ার || কমেন্ট || করোন //<br />------------------------------------------------------------------------------<br /><br />হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,<br />হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।’’---জপ মন অবিরাম।<br />-------------------------------------------------------------------------------------------------------<br />‘’ কে আনিল রে, কোথায় ছিল রে।<br /> মধুমাখা এই হরিনাম। “<br /> <br /> ’’নাহং তিষ্ঠামি বৈকুন্ঠে যোগিনাম হ্ণদয়ে নচ<br /> মদ্ভক্ত যত্র গায়িন্তি তত্র তিষ্ঠামি নারদ”<br />অর্থাৎ শ্রীশ্রী ভগবান বলেছেন, <br />আমি বৈকুন্ঠে বাস করিনা, আমি যোগীর হ্ণদয়েও বাস করিনা, আমার ভক্তগণে যেখানে আমার নাম কীর্ত্তন করে, হে নারদ, সেখানেই আমি অবস্থান করি।”<br /> <br /> ’’একবার হরিনাম নিলে যতপাপ হরে, <br />জীবের কী সাদ্য আছে তত পাপ করে।”<br /><br />তাই আসুন আামরা সকলে মিলে ভগবান শ্রী কৃষ্ণের নাম গুন র্কীত্তন করি।<br /> ভবসাগর পার হওয়ার জন্য, এটিই আমাদের একমাত্র আমাদের পথ।<br /> তাই আসুন আজ আমরা সকলে মিলে এই মধুমাখা হরিনাম কৃষ্ণনাম প্রচার করি। <br /><br />তু ভক্তগণ আমার সাথে থাকুন এবং অনলাইনে আমদের হিন্দু সংস্কৃতি প্রচারে সাহায্য করোন।<br /><br />আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। <br /><br /> তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবসক্রাই করেননী, তাদের কে আমি অনুরোধ করব যে, আমার চ্যানেলটি সাবসক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেনে, নতুন নতুন এমন ভালো ভিডিও পেতে।<br /> আমার ফেসবুক পেজে জয়েন হুন পেজ লিংঃ <br />https://web.facebook.com/cultureofhindomusic/?modal=admin_todo_tour<br />আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে, সকলকে ভব যন্ত্রনা থেকে মুক্ত করোন।<br /><br /> ভাল থাকুন, সু্স্থ থাকুন, সদা সর্বদা সুখে থাকুন এবং ভগবানের গূন গান করোন।<br /> সকলের চরণে আমার সত-সহস্র্র প্রাণাম রইল।<br /> *** জয় রাধে, জয় শ্যাম ***